আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাগুরা জেলার গণমানুষের নেতা ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

এর আগে সেই শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেন, আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় এই নির্মম ঘটনা বাংলার মানুষ মেনে নিবে না।

শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেন, শুরুতেই তার চিকিৎসার পাশে ছিলাম। এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবারে দায়িত্ব নিয়েছিলেন। এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, আমি শিশুটির বিদেহী আত্মার মাগফিরাতও কামনা করছি। এবং অবিলম্বে এই ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

###