নতুন সময়২৪.কম | আপডেট: 1:58 PM, March 24, 2025
বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) ইফতারের আগ মুহূর্তে মহাখালী এলাকায় এ ইফতার বিতরণ করা হয়।
ইফতার কর্মসূচির নেতৃত্ব দেন বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু। এসময় মিশু বলেন, তারেক রহমান নেতৃত্ব চাঁদা বাজ মুক্ত দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ স্বেচ্ছাসেবক দল।
মিশু বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে বনানী থানার কর্মীদের উদ্যোগে এই ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় সরেজমিনে দেখা যায়, অসংখ্য অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে এ ইফতার বিতরণ করেন বনানী থানা স্বেচ্ছাসেবক দল। অনেকেই ইফতার পেয়ে বেশ খুশি হয়। এবং তারা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করেন।
##

