মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার রাত আনুমানিক দশটার দিকে মহাখালীর আমতলী, ওয়্যারলেস, টিভি গেট এলাকাতে একশত হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণের নেতৃবৃন্দ।

এ সময় সরজমিনে ঘুরে দেখা গেছে, যে সমস্ত ছিন্নমূল মানুষেরা রাতে ঢাকার আনাচে-কানাচে বিভিন্ন রাস্তায় রাত্রি যাপন করে যাদের মাথা গোজার কোন ঠাই নেই। শীতে যারা জর্জরিত জীর্ণশীর্ণ।

তাদের মাঝে শীত বস্ত্র বিতরণের মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন ছাত্রকল্যাণ পরিষদ এর উপদেষ্টা তানভীর আহমেদ, মাসুদ রানা, সোহেল রানা সাদী ও সোহেল রানা সহ সংগঠনের নেতা কর্মীরা

সংগঠনটির সভাপতি মাসুদ মিয়া রাফি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর এর সাথে কথা বলে জানা গেছে তারা তাদের নিজেদের জমানো টাকা থেকে দরিদ্র ,অসহায় মানুষের জন্য সামান্য কিছু করার প্রচেষ্টা করেছেন।

তারা ইতিপূর্বে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের বিপদে আপদে সার্বিক ভাবে পাশে থেকেছেন, ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাহিরে মানুষের কল্যাণে তাদের এই কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।