ব‌রিশা‌লের বানারীপাড়ায় পৌর যুবদ‌লের নামে চাঁদা‌বা‌জি‌তে অ‌তিষ্ঠ এলাকাবাসী, চায় প্রতিকার

নিজস্ব প্রতিবেদক 

ব‌রিশা‌লের বানারীপাড়ায় পৌর যুবদ‌লের কিছু নেতা কর্মী‌র বিরু‌দ্ধে ব‌্যাপক চাঁদাবা‌জি, হামলা ও মারধ‌রের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। চাঁদাবাজি ও হামলা থে‌কে বাদ যান‌নি বিএন‌পির নেতারাও। তারাও অসহায় এই সব সন্ত্রাসী‌দের কা‌ছে।

খোঁজ নি‌য়ে জানা যায়, বানারীপাড়ার বি‌শিষ্ট ব‌্যবসায়ী ও বিএন‌পি নেতা আব্দুস সালা‌মের কা‌ছে গত ১৭ সে‌প্টেম্বর ৫ লাখ টাকা চাঁদা চায় পৌর যুবদ‌লের যুগ্ম আহবায়ক ইমরান হাওলা‌দারসহ ক‌য়েকজ‌ন সন্ত্রাসী। চাঁদা না দেয়ায় তার উপর হামলা ও মারধর ক‌রে ইমরানসহ ওই সন্ত্রাসীরা। এই ঘটনায় সালাম বানারীপাড়া থানায় এক‌টি মামলা ক‌রে‌ছেন। মামলায় আসামী করা হ‌য়ে‌ছে, ইমরান, সাগর ও নিশাত‌কে।

এই ঘটনার বিষয় জান‌তে চাই‌লে আব্দুস সালাম ব‌লেন, আওয়ামী লী‌গের আম‌লে আমরা নানা নির্যাত‌নের স্বীকার হ‌য়ে‌ছি। বিএন‌পি রাজনী‌তি ক‌রেও এখন য‌দি এমন অবস্থার সম্মু‌খিন হয় সেটা দু:খজনক।

এলাকাবা‌সির সঙ্গে কথা ব‌লে জানা যায় ইমরান হাওলাদার এলাকার চি‌হিৃত সন্ত্রাসী। এর আ‌গেও সে অস্ত্র মামলায় জেল খে‌টে‌ছে। বিএন‌পির কোন কর্মকা‌ন্ডে তা‌কে কখ‌নো দেখা যায়‌নি ব‌লে জানান নাম প্রকাশ না করা শ‌র্তে ক‌য়েকজন বিএন‌পির কর্মী। উ‌ল্টো এক পু‌লিশ কর্মকর্তার বোন‌কে বি‌য়ে করায় তার ক্ষমতা খা‌টি‌য়ে আওয়ামী লী‌গে‌র আম‌লেও সে নানা সন্ত্রাসী কার্যক্রম ক‌রে‌ছে ব‌লেও অ‌ভি‌যোগ ক‌রেন তারা।

বিএন‌পি নেতারা ব‌লেন, ৫ আগ‌ষ্টের পটপ‌রিবর্তনের পর ইমরা‌নের ম‌তো এমন সন্ত্রাসীরা দ‌লে উ‌ড়ে এ‌সে জু‌ড়ে ব‌সে‌ছে।

দল থে‌কে এখ‌নি এ‌দের বিরু‌দ্ধে ব‌্যবস্থা না নি‌লে বিএন‌পি মানু‌ষের কা‌ছে গ্রহন‌যোগ‌্যতা হারা‌বে।

এই ঘটনার বিষ‌য়ে জান‌তে চাই‌লে বানা‌রীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার স‌ঙ্গে বারবার যোগা‌যোগ করার চেষ্টা করা হ‌লেও যোগা‌যোগ করা যায়‌নি। ত‌বে থানা সূ‌ত্রে জানা যায় এই ঘটনায় একজন‌কে গ্রেফতার করা হ‌য়েছে। বাকি‌দের ধর‌তে অ‌ভিযান চল‌ছে।