নতুন সময়২৪.কম | আপডেট: 6:44 PM, August 22, 2024
বৈষম্য নিরসনে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চায় দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন গ্রেডের কর্মীরা
নিজস্ব প্রতিবেদক
দুদক কর্মচারীদের মধ্যে ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী কোর্ট সহকারী, কনস্টেবল ও অফিস সহায়ক পদের কর্মচারীরা দীর্ঘদিন ধরেই পদোন্নতি সংক্রান্ত বৈষম্যে ভুগছেন। কয়েক বছর ধরে আবেদন নিবেদন করলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ কর্মচারীদের।
বৈষম্য নিরসন করে পদোন্নতির দাবিতে বুধবার দুপুরে দুদকের সর্বস্তরের কর্মচারীরা দুদক সচিবের দপ্তরের সামনে জমায়েত হয়ে তাদের দাবি দাওয়া তুলে ধরেন। সচিবকে অনুরোধ করেন যাতে দুদকের অর্গানোগ্রাম ও কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত বৈষম্য তিনি দ্রুত নিরসন করার ব্যবস্থা করেন।
দুদকের একটা অর্গানোগ্রাম বিষয়ক কমিটি রয়েছে যে কমিটি পদোন্নতি সংক্রান্ত বৈষম্য দূরীকরণসহ অর্গানোগ্রাম সংশোধনের ব্যবস্থা করে থাকে। দীর্ঘদিন ধরে কর্মচারীদের করা আবেদন উক্ত কমিটির নিকট পাঠানো হলেও এক অদৃশ্য কারণে আজ পর্যন্ত উক্ত কমিটি কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে দাবি ভুক্তভোগীদের। এই কমিটির সভাপতি দুদকের মহাপরিচালক (মানিলন্ডারিং) মোকাম্মেল হক, এবং উপপরিচালক (ব্যবস্থাপনা) আলমগীর হোসেন এর সদস্য।
দুদকের কর্মচারীদের দাবিসমূহ
১.বাংলাদেশ সচিবালয়, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশনের ন্যায় পাঁচ বছরের মধ্যে কর্মচারীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে
২. ১৪ তম ও ১৬ তম গ্রেডের পদ হতে ১০ম গ্রেডে সচিবালয়ের ন্যায় পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
৩. কমিশনের বিদ্যমান অর্গানোগ্রাম সংশোধন করে পদ সংখ্যা বৃদ্ধি করতে হবে।
৪. প্রধান সহকারি, উচ্চমান সহকারি, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর (৩য় শ্রেণীর পদ) পদ বিলুপ্ত করে ২য় শ্রেনীতে অর্থাৎ দশম গ্রেডের (উপসহকারী পরিচালক/কোর্ট পরিদর্শক/প্রশাসনিক কর্মকর্তা) পদের পদ সংখ্যা বৃদ্ধি করতে হবে।
###