নতুন সময়২৪.কম | আপডেট: 7:06 PM, May 6, 2024
পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের ওপর পড়ে যানজটের সৃষ্টি হয়। ভেঙে যাওয়া গাছ ও ডালপালা একাই সরালেন পুলিশ সার্জেন্ট জাফর ইমাম।
পরিস্থিতি সামাল দিতে ঝড়ের মধ্যেই ভেঙে যাওয়া গাছ ও ডালপালা সরাতে একাই সড়কে নেমে পড়েন ট্রাফিক সার্জেন্ট জাফর ইমাম। রাত সাড়ে ১১টার দিকে তিনি ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করেন।
এই বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের সার্জেন্ট জাফর ইমাম বলেন, ঝড় বৃষ্টির মধ্যে মানুষ পাগলের মতো তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। এরমধ্যে রাস্তায় যানজট সৃষ্টি হয়, পরে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি গাছ পড়ে আছে। ঝড় বৃষ্টির মধ্যে আমি একা ডালপালা ও গাছটি কিছু অংশ সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করি। আর আমরা ট্রাফিক পুলিশের প্রতিটি সদস্য সব রকম পরিস্থিতিতে নির্বিঘ্নে রাস্তার যান চলাচল সচল রাখাতে নিজেদের সবসময় তৈরি রাখি।
জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের গাছটি পড়ে যাওয়ার কারণে ঝড় বৃষ্টির মধ্যে যান চলাচলের প্রায় বন্ধ হয়ে যায়। এসময় আশপাশ এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের সার্জেন্ট জাফর ইমাম মৎস্য ভবন থেকে এসে ডালপালা সরিয়ে রাস্তা চলাচল স্বাভাবিক করেন।