বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান (বেলাল) এর পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। শুক্রবার (২৩ এপ্রিল ) এই ধর্মঘট পালন হয়।

জানা গেছে, এর আগে তিনি আওয়ামী লীগের কোটায় ভাইস চ্যান্সেলর ছিল। তিনি ক্যাম্পাসে ফ্যাসিবাদের একটা উদাহরণ সৃষ্টি করেছে। ছাত্র জনতার আন্দোলন ছাত্রছাত্রীদের দমনে বিশ্ববিদ্যালয় কোষাগার থেকে কয়েক লক্ষ টাকা ছাত্রলীগকে সহযোগিতা করেন।

ছাত্র আন্দোলন নস্যাৎ করার জন্য বঙ্গবন্ধু টেক্সটাইল ফোরামের সদস্যদের নিয়ে মানববন্ধন কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ নেন।