আহত তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আকরামকে দেখতে হাসপাতালে ইশরাক 

নিজস্ব প্রতিবেদক 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হামদে রাব্বি আকরাম। আকরামকে দেখতে হাসপাতালে যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) ছাত্রদলের এ নেতাকে দেখতে যান তিনি।

আকরাম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সে গুরুতর আহত।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ইব্রাহিম, খলিল ফিরোজ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।