নতুন সময়২৪.কম | আপডেট: 11:54 AM, December 14, 2024
কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা যাতে বৈষম্য শিকার না হয় সেজন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের কৃষকদের খোঁজখবর নিচ্ছেন। এবং তার নির্দেশে আমরা কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
শনিবার (১৪ ডিসেম্বর) যশোর জেলা বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়ন ও দোহাখোলা ইউনিয়নের পৃথক পৃথক কৃষি সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বলেন, আপনারা যারা কৃষক আছেন তারা কেউ ভয় পাবেন না আপনাদের পাশে আমি আছি বিএনপি আছে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান আপনাদের খোঁজখবর নিচ্ছেন। তার নেতৃত্বে সারা দেশের কৃষকদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ বিএনপি। আপনাদের অধিকার যাতে সঠিকভাবে সুষম বন্টন হয় সেজন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছি।
তিনি বলেন, কৃষি উন্নয়নের জন্য অত্র এলাকার খাল খনন থেকে শুরু করে কৃষি কাজে উন্নয়ন হয় এমন বিভিন্ন কর্মকান্ড আমরা পালন করব। তাছাড়া কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনাদের পাশে থাকবে। কৃষকদের উন্নয়নের পাশে থাকার জন্য আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আপনারা রাষ্ট্রনায়ক হিসেবে বিবেচনা করবেন এবং তিনি আপনাদের পাশে থাকবেন।
টিএস আইয়ুব বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কৃষকরা যে বৈষম্যের শিকার হয়েছে সেটি যাতে না হয় এজন্য আমরা সজাগ রয়েছি। এবং আপনাদের নিয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের কৃষকদের নিয়ে উন্নত ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।
এসময় কৃষক দল কর্তৃক আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া বিএনপির নবনির্বাচিত সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান শামসুর, বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মশিয়ুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী।
এছাড়া উপস্থিত ছিলেন- ধলগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি মুরাদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাসেম সরদার, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এতে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব খয়বার রহমান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোর্শেদুর জামান মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল হাসান, ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য খোকন কুমার সাধুখা, বিএনপি নেতা প্রশান্ত কুন্ডু ও ইউনিয়ন বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন চায়না সহ অনেকেই উপস্থিত ছিলেন।
নতুন সময়/ টিআই