নতুন সময়২৪.কম | আপডেট: 10:02 AM, August 27, 2024
অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা।
মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে পর্দা ব্যাংকের নিজস্ব কার্যালয় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা জানান, আমাদের চাকরি পুনর্বহাল করতে হবে।
এ সময় মানববন্ধনের সমন্বয়ক ও পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা নাসিমা আক্তার বলেন, আমরা এক দফা দাবিতে পদ্মা ব্যাংকের চাকুরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন করছি। আমাদের দাবি হলো চাকরি ফেরত ও ছাঁটাই হওয়া বন্ধ করতে হবে।
তিনি বলেন, আমরা যারা এখানে এসেছি তারা সবাই করোনা মহামারির সময় চাকরি হারিয়েছি। এর জন্য দায়ভার পর্দা ব্যাংকের চেয়ারম্যান ও অন্যান্য এমডিরা।
মানববন্ধনে তিনি বলেন, বর্তমান এই ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত কোটি কোটি টাকা বিদেশে পাচার ও লোপাট করেছে এজন্য তাকে অবিলম্বে গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে জোর দাবি জানাচ্ছি।
এই অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে পদ্মা ব্যাংকের সাবেক শতাধিক কর্মী মানববন্ধনে অংশ নেন। এর আগে চাকরি ফেরত চেয়ে পদ্মা ব্যাংকের কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।