নতুন সময়২৪.কম | আপডেট: 5:33 PM, July 2, 2024
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে ডিজিও-ডিসিএইচ প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে গত ১ জুলাই অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিপ্লোমা ইন গাইনি এন্ড অবস্টেট্রিওলজি ও ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ এর প্রথম ব্যাচের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
এরই সাথে চলমান ৬ষ্ঠ ব্যাচের এম.পি.এইচ প্রোগ্রামের ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এই কোর্স ঢাকা কমিউনিটি হাসপাতালে চালু করে চিকিৎসা সেবা ও দক্ষ ডাক্তার তৈরিতে আরেক ধাপে এগিয়ে গেল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক, অধ্যাপক ডা. ওমর শরীফ ইবনে হাসান, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.এস.এম মনিরুল আলম, নির্বাহী ও পরিচালক প্রকল্প ও গবেষনা বিভাগ মো: গোলাম মোস্তফা, জনসংযোগ পরিচালক মো. ওয়াকার হোসেন তপনসহ স্ব স্ব বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন ।