ব্যাপক উৎসাহ উদ্দীপনা-আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

ঢাকায় ফরটিস ডাউনটাউন রির্সোটে (১০ ফেব্রুয়ারী) ২০২৪ শনিবার এ মিলনমেলার আয়োজন করা হয়।

দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল ফুটবল, ক্রিকেটসহ নানারকম খেলাধূলা, সাংস্কৃতিক পরিবেশনা, রাফেল ড্র, পুরস্কার বিতরণসহ নানা আয়োজন। মিলনমেলা উপলক্ষে তথ্যমূলক একটি স্মরণিকা সাহচর্য প্রকাশিত হয়।

দেশের তিন শতাধিক মেডিকেল ইকুইপমেন্ট ব্যবসায়ীগণ এ মিলনমেলায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের আয়োজনে এ মিলনমেলা একে অপরের সাথে কুশল বিনিময়, ভালোবাসা, সৌহার্দ্য এবং সম্প্রীতি সৃজনে প্লাটফর্মে পরিণত হয়।
আয়োজনের শুরুতে জাতীয় সংগীত, ভাষা শহিদদের সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠান শেষ হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।