৫২তম বিজয় দিবস উদযাপন: ডা. শফিক উদ্দিন আহমেদ হেলাল এবং আবু আইয়ুব হামিদকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক

আজ ১৬ই ডিসেম্বর ২০২৩ বিকেল ৪.৩০ মিনিটে কমিউনিটি মেডিকেল কলেজ অডিটরিয়ামে ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট বাংলাদেশের ৫২তম বিজয় দিবস উদযাপন এবং মুক্তিযোদ্ধা চিকিৎসক অধ্যাপক ডা. শফিক উদ্দিন আহমেদ হেলাল এবং ডা.আবু আইয়ুব হামিদ কে সম্মাননা প্রদান করে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ

মেডিকেল এসোসিয়েশন এর সাবেক সভাপতি অধ্যাপক ডা.রশিদ-ই-মাহবুব,

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাষ্ট চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী কামরুজ্জামান, বাংলাদেশ মহিলা পরিষদ এর সাধারণ সম্পাদক ডা.মালেকা বানু এবং ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট এর সভাপতি অধ্যাপক ডা. এম আবু সাঈদ। ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট এর মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও সাম্প্রদায়িকতা প্রতিরোেধ উপ-পরিষদ এর চেয়ারম্যান ডা. শামসুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. রোখসানা দিল আফরোজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এইচ এম ফারুকী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাদের সন্তানরা ,ঢাকা কমিউনিটি হাসপাতালের জনসংয়োগ পরিচালক ওয়াকার হোসেন তপন, জনসংয়োগ কর্মকর্তা আশিকুর রহমান স্বাধীন।

প্রেস বিজ্ঞপ্তি