নতুন সময়২৪.কম | আপডেট: 2:10 PM, October 16, 2023
ডিএমপির শ্রেষ্ঠ এসআই হলেন আকাশ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন রাজধানীর মিরপুর থানার মফিজুর রহমান আকাশ।
মিরপুর থানা এলাকায় অপরাধ দমনে অবদানের জন্য তাকে ডিএমপির সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে শ্রেষ্ঠ এসআই হওয়ার পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
এসআই আকাশ বলেন, ‘ভালো কাজের স্বীকৃতি হিসেবে পাওয়া যেকোনো পুরস্কার আনন্দের। এতে আরও ভালো করার উৎসাহ মেলে। ডিএমপি কমিশনার স্যারের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করা আমার কাছে গর্বের বিষয়।’
নতুন সময়/রাজু