ওয়াক্‌ফের বিরুদ্ধে অভিযোগ: খুরশীদ আলম দোভাষের স্থলে ওয়াহেদুল আলম দোভাষ!

ঢাকা: বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক চট্রগ্রামের ফিরিঙ্গীবাজার কোতোয়ারী এলাকার এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারী এডভোকেট খুরশীদ আলম দোভাষ বলেন, আমার জায়গায় ওয়াকফ প্রশাসক বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি হিসেবে নিযুক্ত করেছে যা এক ধরণের অপ্রিতিকর ঘটনা। অবিলম্বে ওয়াক্‌ফ প্রশাসকের কাছে আমি এর সমাধান চাই।

এদিকে বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের সূত্রে জানা যায়, ভূলবশত ওয়াকফ প্রশাসক এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করে। ওয়াহেদুল আলম দোভাষকে নিযুক্তের পর বিষয়টি ওয়াক্‌ফ প্রশাসকের কাছে তথ্য আসে যে বিষয়টি ভুল হয়েছে।

তথ্য মতে, বর্তমান মতোয়াল্লি হিসাবে ন্যায্য এডভোকেট খুরশীদ আলম দোভাষ। তার দাদা আব্দুল হক দোভাষ এই ওয়াকফকারী। ওই ওয়াকফ দলিলে আব্দুল হক তার একমাত্র পুত্র আব্দুল নবীকে মতোয়াল্লি হিসাবে নিয়োজিত করেন। সেই দলিল অনুযায়ী ১ নম্বর দফায় উল্লেখ আছে, আব্দুল নবীর পরবর্তীতে আব্দুল নবীর পুত্র সন্তানদের মধ্যে পর্যায় ক্রমে মতোয়াল্লী হবে।

সেই অনুসারে আব্দুল নবীর মৃত্যুর পর তার ৪ পুত্রের মধ্যে বড় জানে আলম দোভাষ মতয়াল্লি হন। জানে আলমের মৃত্যুর পর ২য় জন বদিউল আলম দোভাষ মতয়াল্লী হন। তাদের ৩য় ভ্রাতা শামসুল আলম বদিউল আলমের মৃত্যুর আগেই মৃত্যু বরণ করার পরবর্তী মতোয়াললী ৪র্থ ভ্রাতা এডভোকেট খুরশীদ আলম হবার কথা। কিন্তু ভূলবশত ওয়াকফ প্রশাসক এডভোকেট খুরশীদ আলম দোভাষ এর জায়গায় বদিউল আলমের পুত্র ওয়াহেদুল আলম দোভাষ কে মতোয়াল্লি নিযুক্ত করেছে যার কারণে জটিলতায় পড়েছেন এডভোকেট খুরশীদ আলম দোভাষ।

এই বিষয়ে জানতে চাইলে এডভোকেট খুরশীদ আলম দোভাষ বলেন, আমি খুব তাড়াতাড়ি এই বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকে অনুরোধ করছি।

এই বিষয় জানতে চাইলে বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক (অতি: সচিব) এর ড.খান মো. নুরুল আমিন জানিয়েছেন, এই বিষয়ে আপাতত আমার জানা নেই। অনেক সময় ভুল মানুষের জায়গায় অন্য মানুষ হতে পারে। সংশ্লিষ্ট অফিসে বিষয়টি জানালে আশা করি এর সমাধান হয়ে যাবে।

জানতে চাইলে বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, একজনের স্থলে আরেকজনের নাম হতেই পারি তবে মূল ব্যক্তি যদি থাকে বা তিনি যদি আমাদের সংশ্লিষ্ট দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষকে জানাই তাহলে আশাকরি বিষয়টি সমাধান হয়ে যাবে।

নতুন সময়/আসিস