নতুন সময়২৪.কম | আপডেট: 7:44 AM, August 20, 2023
মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?
বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির।
ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন। তবে মামলা কোথায় দায়ের হয়েছিল ওই খবর কেউ জানে না। স্পিয়ার্স ক্যালিফোর্নিয়ার থাউজেন্ড ওকসে তার বাড়িতে ২০২২-এর ৯ জুন সেলেনা গোমেজ, ড্রিউ ব্যারিমোর, প্যারিস হিলটন এবং ম্যাডোনার সামনে আসগরিকে বিয়ে করেছিলেন। ছয়বার বিচ্ছেদের পরে এটি তার সপ্তম বিয়ে।
২০১৬-এ ‘স্লম্বার পার্টি’ মিউজিক ভিডিয়োয় মডেল-অভিনেতা আসগরির সাথে পপ সুপারস্টারের প্রথম দেখা। এরপরেই তারা ডেটিং শুরু করেন। পাঁচ বছর সম্পর্কে থাকার পরে দু’জনেই ২০২১-এর সেপ্টেম্বরে বাগদানের ঘোষণা করেন।
বিচ্ছেদ প্রসঙ্গে ব্রিটনি জানিয়েছেন, বিয়ের একমাস আগে তার গর্ভপাত হয়েছিল। তারপরেও তারা বিয়ে করেন। কিন্তু ইদানিং তাদের মধ্যে টানাপোড়েন বেড়েছে। যে কারণে, বিয়ে টেকাতে পারলেন না তারা। ৪১ বছরের গায়িকার এটি সপ্তম বিয়ে হলেও মাত্র ২৯-এর আসগরির এটি তৃতীয় বিয়ে।