নতুন সময়২৪.কম | আপডেট: 7:48 AM, August 5, 2023
সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী পালিত লতা মন্ডল-সিরাজদিখান
লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
সর্বকালের র্সব শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী সিরাজদিখানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
আজ শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এরপর সিরাজদিখান উপজেলা পরিষদ হলরুমে শহীদ ক্যাপ্টেন শেখ কামালকে নিয়ে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ,সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম সুমন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম,ডাঃ এ কে এম তাইফুল হক, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ,রশুনিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড.আবু সাঈদ.সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,লতব্দী ইউপিনয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজ ফজলুল হক,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন মধু,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ,উপজেলা উদ্ভিদ সংরক্ষন কৃষি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেনসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সিরাজদিখান ইউনিট কমান্ড।
দিবসটি উপলক্ষে সকল সরকারি দপ্তরে দৃষ্টিনন্দন ব্যানার টানানো হয়। এছাড়া সকল মসজিদে বাদ যোহর শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।