নতুন সময়২৪.কম | আপডেট: 7:15 AM, May 14, 2023
বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’
নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক আওয়ার হচ্ছে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত। অর্থাৎ এ সময়ের মধ্যে বাংলাদেশ অংশে আঘাত হানবে এটি।
তিনি আরও জানান, দুপুর ১২টা নাগাদ সেন্ট মার্টিনে আঘাত হানবে ঘূণিঝড় মোখা। ইতোমধ্যে বঙ্গোপসাগর, নাফ নদী এবং সংলগ্ন নদীগুলোতে জোয়ার শুরু হয়েছে। বিকাল ৪টা নাগাদ জোয়ারের তীব্রতা বাড়বে।
মোহাম্মদ আজিজুর বলেন, এ সময়ে আট থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। তবে জলাবদ্ধতা বা পানি জমে থাকবে না।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন বিকেল ৪টার পর থেকে মোখা দুর্বল হতে শুরু করবে। আর সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ের তীব্রতা কমবে।
এরই মধ্যে কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে শুরু করেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’।
রোববার (১৪ মে) সকালে এটি আরো উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। বিকেল বা সন্ধ্যা নাগাদ যা মিয়ানমারের সিটুয়ের কাছ দিয়ে কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।
এদিন সকাল ৮টায় আবহাওয়া অধিদপ্তরের ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এটি ক্রমশ বাংলাদেশের উত্তর-উত্তরপূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে।