নতুন সময়২৪.কম | আপডেট: 5:25 PM, October 8, 2022
এসএসসি ৮-১০ সেশনের বন্ধুদের মিলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এসএসসি ২০০৮-২০১০ সেশন গ্রুপের বন্ধুদের এক মিলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ (অক্টোবর) বিকাল থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত এই মিলনমেলার অনুষ্ঠান চলতে থাকে।
এসময় এসএসসি-২০০৮-২০১০ সেশনের ৪০ জন সদস্যরা উপস্থিত ছিলো।
এসএসসি ৮-১০ কতৃক আয়োজিত ব্যাচের অনুষ্ঠানের শুরুতে সোহরাওয়ার্দী উদ্যানে ঝাঁকে ঝাঁকে বন্ধু ও বান্ধবীদের মিলন মেলায় মুখরিত হয়ে উঠে। সব মিলিয়ে এ দিনের বিকেল থেকে সন্ধা ছিল এই সেশনের বন্ধুদের আনন্দময়।
৪০জন বন্ধুদের উপস্থিতিতে এসময় অনেকেই শৈশবে ফিরে গিয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়। আড্ডা হয় গানের মাধ্যমে।
এসময় এই সেশনের বন্ধুরা একত্রিত হয়ে বলেন, এই আড্ডা আজ কিছুটা পূর্নতা পেয়েছে। আসো সবাই মিলেমিশে আমাদের এই Zero81Zero প্লটফর্মের ছায়াতলে থাকি যুগ থেকে যুগান্তরে।
অনুষ্ঠান শেষে একে অপরের প্রতি শুভকামনা জানান এবং আবার ও দেখা হবে বলে বন্ধু এটা বলে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কেএম