সৈয়দা বদরুন নেসার নির্জনে কবিতা

নির্জনে

চলে গেলাম বহু দূরে…
একা নির্জন পথে।।
দুঃখ কষ্টগুলো ভাগাভাগি
করবো ঐ বিশাল আকাশের সাথে।

তুমি থাকবে কোলাহলে
সুখ আনন্দে মনে পড়বেনা কো মোরে।
আমি তো ছিলাম একাকি নির্জনে
তুমি এনেছিলে আমায় কোলাহলে।

সুখের পায়রাগুলো যখন

থাকবেনা তোমার পাশে

সেদিন তুমিও কোনো এক নির্জন

পথে হাঁটবে আর হাঁটবে….

সৈয়দা বদরুন নেসা

নিউ ইস্কাটন
ঢাকা