নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে ১৮৩ রান করেও জিততে পারেননি। আসলে বাংলাদেশকে শ্রীলঙ্কা হারায়নি। নিজেরাই হেরেছে।

ওয়াইড আর নো বলের ছড়াছড়িতে ম্যাচ নিজেরাই হাত ছাড়া করেছে। ৮টি ওয়াইড আর ৪টি নো বলে বাংলাদেশের ওভার দুইটি বেশি করতে হয়েছে। আর এখানেই শেষ হয়ে গেছে আফগানিস্তারে মতো হাতের মুঠোয় থাকা ম্যাচ।

এমন কি জয় সূচক রানও এসেছে নো বল থেকে। ফলে শ্রীলঙ্কা ৪ বল হাতে রেখেই ২ উইকেটে ম্যাচ জিতে বাংলাদেশের বিদায় ঘন্টা বাজিয়ে পৌছে গেছে সুপার ফোরে।