আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে গিয়েছে মানব জীবনে।সবচেয়ে বড় কথা তারা কোন অশ্লীলপনা করেছিলো? তারা বৈধ সম্পর্ক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলো এবং আরও বড় কথা তারা কারও সংসার ভেঙে বিয়ে করেনি।আর কারো ডিভোর্স হলে নিশ্চয় তার বিশাল কারণ থাকে।আর তাছাড়া মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের এতো মাথাব্যথা কেন?এসব মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়।দেশের মানুষ এখন বিদ্যুৎ,পানি, জ্বালানি, কর্মসংস্হান সর্বোপরি অনেকে ৩ বেলা খাবার নিয়ে চিন্তায় দিনাতিপাত করছে সেখানে মিডিয়া সমাজ ভিডিও ভাইরাল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।
আজ আমি খুব ব্যথাতুর বেদনা নিয়ে লিখতে বাধ্য হচ্ছি… কিছুদিন পূর্বে টাংগাইলে বাস ডাকাতিতে একজন নারী গণধর্ষণের স্বীকার হলো।কেউ তাকে সাহায্য করতে পারেনি কারণ বাকীরাও ছিলো নিরুপায়। ভালো কথা, কিন্তু সেই মেয়েটির ছবি না দিলেও তার বাড়ি কই,সে কখন, কোথায় যাচ্ছিল এসব মিডিয়াতে তুলে ধরা হয়েছে।প্রকাশ্যে তার নাম উল্লেখ না থাকলেও তার এটুকু পরিচয়ে তার সম্পর্কে অনেকে অবগত হবে।তাহলে এখানে ঐ মেয়েটির জীবন আমরা ভাইরাল করে তার বিপদ আমন্ত্রণ করলাম। বেশ কয়েকদিন আগে জুঁই নামক মেয়েটি ও আবদুল্লাহ এর কাহিনী নিয়ে মোবাইল অন করার সাথে সাথে ভাইরাল ভিডিও।
এতো কাহিনি নিয়ে আর না এগিয়ে আমি মূল কথায় আসি এই যে,আজ খাইরুন নাহার আত্মহত্যা করলো তার কারণ কি একবার অনুসন্ধান করলেন আপনারা? আপনারা বলতে যারা তাদের বিবাহ নিয়ে রসিয়ে রসিয়ে পোস্ট দিয়েছেন তাদের বলছি… মন্তব্য দিয়ে গন্তব্য ঠেকানো যায়না.. আরও কত কী!!! যাকে নিয়ে ভাইরাল হয় পোস্টগুলো তাকে আপনাদের সন্তান/বোন/ স্ত্রী / মা/ আপন জনকে বসিয়ে দিন না!দ্যাখেন কেমন লাগে!!! কাল জুঁই এ কাজ করবেনা কে বলবে আপনাকে? আত্মহত্যা কেউ ইচ্ছে করে করেনা।
ব্রেন নির্দেশ দিতে বাধ্য করে অমন হত্যা বেছে নিতে..সমাজে বড় বড় পুকুর চুরি করে বেড়াচ্ছে যারা তারা ধরা ছোঁয়ার বাইরে আর ছিঁচকে চোর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আমরা দেশের এই ক্রান্তিলগ্নে। সবার প্রতি বিনীত অনুরোধ নারীদের ভিডিও ভাইরাল করে শিক্ষিকা খাইরুন নাহারের মতো আর কারো যেন প্রাণ দিতে না হয়।যাদের ভিডিও ভাইরাল করে আপনারা বাহবা নিচ্ছেন তাদের স্থানে আপনজনদের বসান দেখবেন দু’চোখ গড়িয়ে জল বের হতেই হবে আপনাদের।
সৈয়দা বদরুন নেসা
সহকারী অধ্যাপক