হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন মুশফিক

পবিত্র হজব্রত পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম। শনিবার মক্কায় পৌঁছে কাবা শরিফের সামনে দাঁড়ানো ছবি আপলোড করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।  শুক্রবার সৌদি আরবের উদ্দেশে দেশত্যাগ করেন মুশফিক। হজ পালনের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি মুশফিক।  এর আগে ওমরাহ পালন করলেও হজ করা হয়নি মুশফিকের। পবিত্র হজ পালনের জন্য দুই বছর আগে থেকেই চেষ্টা করছিলেন তিনি।

কিন্তু করোনাভাইরাসের কারণে যেতে পারেননি গত দুই বছর। তাই এবার পার্থিব সব কাজ ফেলে রেখে হজ পালনে গেলেন তিনি। হজের জন্য দেশছাড়ার আগে অবশ্য ব্যস্ত সময় পার করেছেন মুশফিক।  ব্যক্তিগত কাজ, ফিটনেস নিয়ে কাজ করেছেন তিনি। এ ছাড়া মেটলাইফ ইনস্যুরেন্স কোম্পানি আর নগদ ইসলামিকের শুটিং করছেন তিনি। ঈদের আগে টিভিতে সম্প্রচার হবে দুটি বিজ্ঞাপনই।