নতুন সময়২৪.কম | আপডেট: 2:25 PM, June 18, 2022
নগরীতে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্মের উদ্বোধন করেন রাসিক মেয়র
জিল্লুর রহমান জয় : অস্ট্রোলিয়া ও ঢাকার পর এবার রাজশাহী নগরীর উপশহরে ২নং সেক্টরে উদ্বোধন করা হয়েছে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্ম। বৃহস্পতিবার সন্ধ্যায় এ আইটি ফার্মের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন উপলক্ষে ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্ম কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনে মেয়র এই আইটি ফার্ম সেন্টারের উদ্বোধন করেন।
এই আইটি ফার্ম সেন্টারে শিক্ষার্থীদের গ্রাফিক্স ডিজাইন, কনটেনইন রাইটিং ও এসিও শেখানো হবে। ইতোমধ্যে উদ্বোধনের পর থেকে এর কার্যক্রম শুরু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাসিকের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইমাম উদ্দিন আহমেদ রাজসহ এ আইটি ফার্ম সেন্টারের সাথে জড়িত ব্যক্তিবর্গ। ক্লিপিং প্যাথমার্ট আইটি ফার্ম এর বিদেশেও রয়েছে শাখা বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান।