নতুন সময়২৪.কম | আপডেট: 1:02 PM, June 13, 2022
মহানবী (সঃ)কে কুটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে ধর্মপ্রান মুসল্লিদের মানববন্ধন
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে কুটুক্তি ও অবমাননার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন করেছেন ধর্মপ্রান মুসল্লিগণ।
সোমবার সকাল ১১টায় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ফুলবাড়ী শাখার উদ্যোগে পৌর শহরের নিমতলা জামে মসজিদের সামনে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহসড়কের পাশে দাড়ীয়ে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়।
মানববন্ধনে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে কুটুক্তিকারী ভারতের ক্ষমতাশীনদল বিজেপি নেতা নুপুর শর্মা ও তার সহকারী নবীন কুমার জিন্দালের শাস্তির দাবী করেন মানববন্ধনে উপস্থিত ধর্মপ্রান মুসলিমগণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সপ্দক ও ফুলবাড়ী শাখার সভাপতি আলহাজ¦ শাহ আলম সালেহিন,সাধারণ সম্পাদক মাওলানা মো.হোসাইন,মাওলানা মো.হুমায়ুন কবির,মো.ওবাইদুল শাহ,মো.পারভেজ শাহেব প্রমুখ।
মানব বন্ধনের শেষাংশে মহানবী হযরত মুহাম্মদ(সঃ) এর প্রতি দরুদ পাঠ করে মুনাজাত অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদরাসার ছাত্র ও ওলামায়ে একরামগণ সহ শতশত ধর্মপ্রান মুসলিমগণ অংশ গ্রহন করেন।