নতুন সময়২৪.কম | আপডেট: 3:48 PM, June 4, 2022
ফুলবাড়ীতে সাবেক এমপি’র মৃত্যু, বিভিন্ন মহলের শোক
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতিপুর)আসনের সাবেক এমপি মোহাম্মদ শোয়েব (৭৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন….। শনিবার ভোর ৪টার সময় পৌর এলাকার সুজাপুর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও দুই ছেলে সন্তান সহ অসংখ্য গুণগ্রহী রেখেগেছেন। শনিবার বাদএশা তার নিজ বাড়ী সুজাপুরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তার পরিবার।
সাবেক এমপি মোহাম্মদ শোয়েব,মৃত আলহাজ¦ আবু বকর সিদ্দিক এর ছেলে। তিনি ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতিপুর) আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি পৌর প্রশাসক ও পৌর চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব পালন করেছেন। তিনি বর্তমান উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। তার মেজ মেয়ে সাবিহা সুলতানা উপ-সচিব হিসেবে দায়ীত্বরত রয়েছেন এবং ছোট ছেলে আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ (দ্বিপ) সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে দায়ীত্বরত রয়েছেন।
তার মৃত্যুতে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতিপুর)আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন,পৌর মেয়র আলহাজ¦ মাহামুদ আলম লিটন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.মুশফিকুর রহমান বাবুল,সাবেক মেয়র মানিক সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সামাজিক সংঘঠনের নেতৃবৃন্দ ও সুধি সমাজ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং শোক প্রকাশ করেছেন।