নতুন সময়২৪.কম | আপডেট: 3:51 PM, June 4, 2022
প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা । কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের নিমতলামোড় দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, যুগ্ন-সাধারণ সম্পাদক আতাউর রহমান মিল্টন,যুগ্ন সাধারন সম্পাদক উপাধক্ষ শাহ আব্দুল কুদ্দুষ,সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম,কোষাদক্ষ এনামুল হক,সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান,সাবেক ছাত্র নেতা সৈয়দ হাসান মেহেদী রুবেল সহ অন্যন্য নেতৃবৃন্দ। এসময় যুবলীগ,ছাত্রলীগ,মহিলা লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।