নতুন সময়২৪.কম | আপডেট: 7:17 AM, May 2, 2022
রাজশাহীবাসীসহ সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, কৃষিবিদ সৈয়দা বদরুন নেসা
জিল্লুর রহমান জয় : রাজশাহীবাসীসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, কৃষিবিদ, সহকারী অধ্যাপক, লেখক ও গবেষক সৈয়দা বদরুন নেসা (বরেন্দ কলেজ, রাজশাহী)। এছাড়াও তিনি বাংলাদেশ বেতারের কথক ও উপস্থাপক এবং একজন আবৃত্তিকার। উল্লেখ্য যে তিনি রাজশাহীর অতি জনপ্রিয় পদার্থ বিজ্ঞানের শিক্ষক ও নিউ গভঃ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জনাব মোঃ যোবদুল হক স্যারের একমাত্র কন্যা।
তিনি দেশবাসীর সর্বস্তরের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন। কৃষিবিদ সৈয়দা বদরুন নেসা বলেন, এক মাস ব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলিম জাতির জীবনে শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলিম জাতি নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।
এক মাস ব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষা ও সাধনার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন একটি মুহূর্ত। দেশের চলমান ক্রান্তিলগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগ করে নিতে হবে। ঈদুল ফিতরের ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা।
এছাড়া তিনি বলেন, বিশ্বব্যাপী মরণঘাতি করোনা মহামারীর আঘাতে অসহায় ও দুস্থ্ কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে এ জন্য সমাজে যারা বিত্তবান ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন অভুক্ত মানুষ ঈদের আনন্দের অংশীদার হতে পারে। সেই সাথে সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।