শোক সংবাদ ফুলবাড়ীতে প্রভাষক আকতারুন্নেছা জনতা’র মৃত্যু

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের দর্শন শাস্ত্র বিভাগের প্রভাষক আকতারুন্নেছা জনতা (৩০) গতকাল বুধবার সকাল আনুমানিক ৬ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির.. .. রাজিউন)। শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান জানান, গত মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে প্রভাষক আকতারুন্নেছা জনতা কলেজ সংলগ্ন তার ভাড়া বাড়ীতে অসুস্থ হয়ে পড়েন।

এ সময় তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অস্থায় গতকাল বুধবার ভোর ৬ টার দিকে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক শিশু কন্যা সন্তান, পিতা, মাতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মীসহ গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে বুধবার সকাল সাড়ে ৯টায় প্রভাষক আকতারুন্নেছা জনতার মরহেদ তার প্রিয় কর্মস্থল ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের আনা হয়। সেখানে শোকাহত অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ সহকর্মী এবং শিক্ষার্থীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে যায়। বুধবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজ চত্বরে প্রভাষক আকতারুন্নেছা জনতার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় কলেজের সকল শিক্ষক ও কর্মচারীসহ শিক্ষার্থীরা অংশ নেন। এরপর মরহুম প্রভাষক আকতারুন্নেছা জনতার মরদেহ তার গ্রামের বাড়ী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর মির্জাপুর পিতার বাড়ীতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।