নতুন সময়২৪.কম | আপডেট: 6:34 AM, April 6, 2022
জন্মদিনে ভালোবাসায় সিক্ত হলেন সৈয়দা বদরুন নেসা
জিল্লুর রহমান জয় : ৪ জুলাই শুভ জন্মদিন রাজশাহীর অতি জনপ্রিয় পদার্থ বিজ্ঞানের শিক্ষক ও নিউ গভঃ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জনাব মোঃ যোবদুল হক স্যারের একমাত্র কন্যা কৃষিবিদ, সহকারী অধ্যাপক, লেখক ও গবেষক সৈয়দা বদরুন নেসার (বরেন্দ কলেজ, রাজশাহী) । এছাড়াও তিনি বাংলাদেশ বেতারের কথক ও উপস্থাপক এবং একজন আবৃত্তিকার।
তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ব্যক্তিবর্গ, নতুন সময় ২৪ ডক কমের পক্ষ থেকেও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। সৈয়দা বদরুন নেসা বলেন, ৪ জুলাই ঘড়ির কাটা রাত ১২ টায় পৌঁছানোর সাথে সাথেই আমার কন্যাত্রয় আর আমার অসংখ্য শুভ্যানুধায়ী আমার সেল ফোনে, ম্যাসেন্জারে, টাইমলাইনে,হোয়াটসঅ্যাপে আজ পর্যন্ত আমাকে উইশ করে যাচ্ছেন।এত্তো এত্তো সবার ভালোবাসায় আমি সিক্ত। সব্বাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । তিনি আরও বলেন আমার জন্য ও আমার পরিবারের জন্য সবাই দুআ করবেন।