শেষ দিনেও বই মেলায় ধুমছে চলছে, নতুন উপন্যাস ‘চুড়িহাট্টা মোড়’

ঢাকা: ‘চুড়িহাট্টা মোড়’ একটি অনবদ্য উপন্যাস। দুই ধর্মের দুটো মানুষের প্রেম নিয়ে শুরু হয় চুড়িহাট্টা মোড়। সঙ্গীতের শিক্ষার্থী ঈন্দ্রাণী আর ইমরান শখের কবি। পরিচয়ের পর গল্প, আড্ডা, নিজেদের জানাশোনা শেষ পর্যন্ত প্রেমে রূপান্তরিত হয় এবং সব শেষে বিয়ে। দুজন দুজনকে ভালোবেসে ওদের বিবাহিত জীবনটাও বেশ সুন্দর কাটছিল।

আন্তঃসত্ত্বা ঈন্দ্রাণীর যত্ন নিতে কোনো ত্রুটি নেই ইমরানের। কাজ থেকে ফেরার সময় ঈন্দ্রানীর কথামত সবকিছু নিয়ে হাজির হয় ইমরান। ঈন্দ্রাণীর জন্মদিনের আগের রাতে ইমরান তার প্রিয়তমা সহধর্মিণী ঈন্দ্রাণীর জন্য উপহার, ফুল, কেক সব নিয়ে যখন বাসায় উঠবে, ঠিক তখনই চুড়িহাট্টা মোড়ে স্মরণকালের ভয়াবহ অগ্নিদূর্ঘটনা হয়।

এমনই প্রেক্ষাপট নিয়ে এবারের বইমেলাতে প্রকাশিত হয়েছে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস ‘চুড়িহাট্টা মোড়’। উপন্যাসের সরল গদ্যভঙ্গিমা পাঠককে টেনে নিয়ে যাবে উপন্যাসের শেষ পর্যন্ত। উপন্যাসের স্বাদ আস্বাদনে পাঠক নিজেদের অমৃতায়নের মধ্যদিয়ে আবিষ্কার করবে।

উপন্যাসটি অমর একুশে গ্রন্থমেলা ২০২২ এ ‘শোভা প্রকাশের ৩০ নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।