নারী দিবসে সৈয়দা বদরুন নেসার কবিতা

আমরা নারী

আমরা সেই নারী..
বৃষ্টিতে যেমন ভিজতে পারি
গ্রীষ্মের প্রচন্ড তাপদাহও
তেমনি সইতে পারি।

আমরা সেই নারী…
যাদের ছাড়া উনুনে খাবার
হয়না তৈরি।
আমরা সেই নারী…
সংসারের কারো মা
কারো স্ত্রী, কারো মেয়ে
আবার কারো বোন
যাদের ছাড়া পুরো
সংসারটাই অচল।

আমরা সেই নারী…
রাঁধি আবার
প্রয়োজনে চুলও বাঁধি
আমরা সেই নারী…
সুখে যেমন হাসি
দুখেও তেমন হাসতে পারি।

আমরা সেই নারী…
ঝড়, ঝঞ্ঝা,দুঃখ কষ্ট
অবহেলা, অপমান
নীরবে সইতে পারি।

আমরা সেই নারী…
যাদের সন্মানে
ঘাটতি হলেও
অন্যের সন্মানটুকু মাথায় রাখি।

আমরা সেই নারী…
পরিবারের জন্য
জীবনটা দিতে পারি।
তাইতো বলি…
সমগ্র ভেদাভেদ শিকেয় তুলে
নারী -পুরুষ একে অপরকে
সম্মান দিয়ে
একসাথে চলি।

পবিত্র কোরআনে নারীদের সর্বোচ্চ সম্মান দেয়া হয়েছে।সুবহানাল্লাহ!!!

কবি : সৈয়দা বদরুন নেসা
সহকারী অধ্যাপক( পিএইচডি গবেষণারত)

বরেন্দ্র কলেজ রাজশাহী।