নতুন সময়২৪.কম | আপডেট: 7:41 PM, February 14, 2022
ফেরদৌসী বেগমের ফাগুন নিয়ে লিখা কবিতা
🌺🌼🌹🏵️” গুঞ্জনে ফাগুনে “🏵️🌹🌼🌺
🍁ফুলে ফুলে সেজেছে ফাগুন
মন যে আজ বড়ই উতলা,
হালকা হিমেল বাতাস গায়ে
🍁কিসের পরশ ছুঁয়ে যায়!
অনুভবে মাতামাতি দৃষ্টি তাই-
খুঁজে ফিরে সে নিটল পায়ে।
🍁শিমুল-পলাশ রং ছড়ায়
কৃষ্ণচূড়ার ছায়ে ছায়ে,
খুশির মেলা আজ আকাশে
🍁বসন্তের আগমনী বার্তায়
কোকিলের ঐ মধুর সুর,
ভেসে বেড়ায় যেন বাতাসে।
🍁চপলা,চঞ্চলা বালিকার
মনের খুশি যেন ধরেনা
বরণ করে নিবে সে ফাগুন-
🍁কষ্ট সব ভুলে গিয়ে
ঝাঁকে ঝাঁকে পাখির কিচির-মিচির
মন করে যেন গুণগুণ।
🍁ঋতুরাজের যে আগমন
মঙ্গলময় হোক পৃথিবী
স্বপ্নের ধরনী সাজায়-
🍁অশুভশক্তি কাম্য তো নয়
বালিকার মনের কামনা,
বিধাতার কাছে মিনতি জানায়।
🖋️🌼🍀লেখকঃ ফেরদৌসী বেগম
সহকারী অধ্যাপক।
ফেসবুক থেকে সংগৃহীত