সৈয়দা বদরুন নেসার কবিতা আমার তিন রাজকন্যা

আমার তিন রাজকন্যা

সৈয়দা বদরুন নেসা

ওদের দেখলেই
পৃথিবীর সকল স্বর্গসুখ যেন
আমার হাতের মুঠোয়
ওরা হাসলেই যেন
আমার হৃদয়ে শত শত মুক্ত ঝরে
ওরা কাঁদলেই কম্পিত হয়
আমার শরীর
কি যেন এক অস্হিরতা
কি যেন এক অব্যক্ত বেদনা
কান্না থামলেই শীতল হয় আমার হৃদয়!!!
ওদের খুনসুটি, আদর
আমাকে জানিয়ে দেয় আমার অস্তিত্ব
ওদের অনুপস্থিতি…
আমি যেন এক অস্তিত্বহীণ মানব,
আমার হৃদয় হয়ে যায় শূন্য।
মনে হয় এ যেন আমার
মরে গিয়ে বেঁচে থাকা।
ওদের অসুস্থতায়
আমার শরীরকেও যেন
জানিয়ে দেয় আমার অসুস্থতা
আবার আমার অসুস্থতায়
ওরা তিনজন হয়ে যায়
প্রাণহীন,অসাড়।
ওদের সাফল্য…
আমার ব্যর্থতা ভুলিয়ে দেয়
ওদের অভিযোগ, অভিমান,আদর,ভালোবাসা
সবই যেন তাদের মায়ের কাছে।
আমার কোন অস্তিত্ব নেই
যখন ওদের থেকে আমি থাকি অনেক দূরে
তখনই অনুভবে বুঝি
সত্যি আছে আমার মায়াভরা
তিন রাজকন্যা…
যাদের ছাড়া আমি
শুধু এক বালুকণা।।।