নতুন সময়২৪.কম | আপডেট: 6:22 PM, February 9, 2022
কবি নওরীনের কবিতা মা মানেই ভালোবাসা
*মা মানেই ভালোবাসা*
ইহতিরাম তাবাসসুম (নওরীন)
সারাদিন ব্যস্ত, তবে দিন শেষে তুমি
ভালোবাসার পরশ পাথর
দাঁড়ি, কমা, সেমিকোলনসহ
কীভাবে তুমি আমায় পড়াতে পারো মা?
তুমি কীভাবে আমার মনের কথা অনুবাদ করতে পারো?
তোমার আদর, সোহাগ, যত্ম
আমার নিকট মূল্যবান রত্ম
তোমার নজরকাড়া মুখশ্রী, তোমার ভরা কন্ঠস্বর
তোমার ঘন কালো মেঘের মতো কেশগুচ্ছ
তোমার কাজল টানা নয়ন খানি
তোমার মায়াবী হাত দুটো যা দিয়ে আমায় আদর করো।
তোমার আদুরে মিষ্টি গন্ধ
জানান দেয় তোমার অস্তিত্ব।
তোমার মানবিকতা, তোমার মূল্যবোধ
আমায় করে অনুপ্রাণিত।