খান কেএম শরাফত উদ্দীন এর কবিতা কেন

কেন

খান কেএম শরাফত উদ্দীন

আম গাছে তাল ধরে না বেল গাছে পেপে,

উচিৎ কথা বল্লে কেন

যায় গো মানুষ খেপে।

কাঠাল গাছে রশ হয়না

জাম গাছে কুল,

উচিৎ কথা এই সমাজে

বলাই যেন ভুল।

পেয়ারা গাছে হয়না কলা

আপেল গাছে লিছু,

মিথ্যা সাজায় দূর্বল হটায়

সমাজ পতি কিছু।

বকুল গাছে হয়না কেন

সুন্দর গোলাপ ফুল,

আতা গাছে হয়না কেন

আপেল নারিকেল কুল।

জামরুল গাছে মাল্ট হয়না

ছবেদা গাছে আতা,

বর্ষা ছাড়া কেন মানুষ

মাথায় নেয়না ছাতা?

বরই গাছে হয়না কেন

কাটার গোলাপ ফুল,

দু”দিনের এই দুনিয়াতে

যা করেছ সবি যেন ভুল।

ই নিয়ে পড়তে বসো

মোবাইল কেন হাতে,

পড়া শুনা বাদ দিয়ে

ঘুম নেই কেন রাতে।

স্বপ্ন তাদের সফল হয়গো

মানলে গুরু জন,

বাজে খেয়াল ছেড়ে

দিয়ে বইতে বশাই মন।