ধলগ্রাম ইউপি নির্বাচনে নৌকার মাঝি রবিকে বিজয়ের লক্ষ্যে সর্বস্তরের মানুষ কাজ করছে

বাঘারপাড়া প্রতিনিধি: ধলগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী রবিউল ইসলাম রবিকে বিজয়ের লক্ষ্যে ৫নং ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

ওই বৈঠকে সূত্রে জানা যায়, তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য অত্র এলাকার সর্বস্তরের মানুষ কাজ করছে। বুধবার (৩ নভেম্বর) ৫নং ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবু বক্কার সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমান উদ্দিন মিনা।

এছাড়া উক্ত সভায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কোমল সিদ্দিকিসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, ও সাধারণ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, রবিউল ইসলাম রবি নৌকার মাঝি আমরা তাকে অত্র এলাকার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তারা বলেন, ২৮ নভেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।

নতুন সময়/টিআই