অ্যাফোর্ডেবল ব্র্যান্ড’ হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে (Deen) দ্বীন

অর্থনীতি: অনলাইনে কেনাকাটায় যেখানে ক্রেতা ভোগান্তি আর প্রতারণার ছড়াছড়ি সেখানে ক্রেতাদের ভিন্ন অভিজ্ঞতা দিচ্ছে Deen কমার্স। করোনা মহামারীর মধ্যে ২০২০ সালের অক্টোবরে যাত্রা শুরু করা Deen মাত্র ১ বছরের মধ্যেই তরুণদের ফ্যাশান ব্র্যান্ড হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।

প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা সাহেদ জামান জানান, “দেশের ইকমার্স মার্কেটে বিশ্বস্ততার একটা ঘাটতি রয়েছে। সাথে পোশাকের লোকাল ব্র্যান্ডগুলোতে পণ্যের মূল্য আর পণ্যের কোয়ালিটির মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। আমরা ইকমার্স ব্র্যান্ড হিসেবে এই জায়গায় একটা পরিবর্তন আনতে চেষ্টা করছি। কোয়ালিটি পোশাক সাধ্যের মধ্যে দ্রুততম সময়ে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে Deen কমার্স।‘‘

প্রতিষ্ঠানটির প্রযুক্তি প্রধান রকিবুল হাসান বলেন, ‘‘আমরা বিজনেস মডেলে দু’টি বিষয় নিয়ে কাজ করছি। প্রথমত, ক্যাশ অন ডেলিভারি, যেখানে ক্রেতা আমাদের পণ্য হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন। পণ্য পছন্দ নাহলে ক্রেতাকে কোন লসের মধ্যে পড়তে হবে না। দ্বিতীয়ত, আমাদের নিয়মিত ক্রেতারা চাইলে পূর্বে মূল্য পরিশোধ করে পোশাক অর্ডার করছেন যা সহজ এবং সম্পূর্ণ নিরাপদ।‘‘

অনলাইনে অর্ডার করার জন্য ভিজিট করতে হবে Deen এর অফিসিয়াল ওয়েবসাইট DeenCommerce.com.

 

নতুন সময়/টিভি/এস