নতুন সময়২৪.কম | আপডেট: 2:56 PM, December 23, 2020
মৌসুমি সবজি চাষে লাভবান গাইবান্ধার কৃষকেরা
সাকিব হাসান চৌধুরী সাম্য : গাইবান্ধায় বিস্তীর্ণ ফসলি ক্ষেত ভরে উঠেছে সবুজ শাক সবজিতে।গাইবান্ধার গ্রামাঞ্চলে মাঠ জুড়ে এখন ছেয়ে গেছে বেগুন, ঝিঙা, শিম, মিষ্টিকুমড়া, ফুলকপি, আলু, ফুলকপি, বাধাকপিগাজর, লাউ, টমেটো, লাল শাক ও শসাসহ বাহারি ফসলের সমারোহ।
সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকরা। ক্ষেতের উর্বরতা শক্তি বৃদ্ধি পাওয়ায় ফলে সবজি ক্ষেতে সার অনেক কম দিতে হইতেছে এবং সার ছাড়াই সবজির ফলন অনেক ভালো হয়েছে।
এবছর ব্যাপক বন্যার পরও শীতকালীন আগাম সবজি চাষ করে লাভবান হচ্ছেন উত্তাঞ্চলের কৃষকরা। বাজার ভালো থাকায় উৎপাদিত সবজি বিক্রি করে ভালো দাম পাচ্ছে তারা। তারা বলছেন অন্য বারের তুলনায় রোগমুক্ত ফসল চাষ করেছেন গাইবান্ধার কৃষকেরা।